নিজস্ব প্রতিবেদক :
“শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা” এ স্লোগানকে সামনে রেখে চকরিয়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে উপজেলা মতবিনিময় সভা-২০২১ রোববার (২১নভেম্বর) উপজেলার মোহনা মিলনায়তনে সম্পন্ন হয়েছে।
সকাল ১০টায় উপজেলা আনসার ও ভিডিপি’র কর্মকর্তা গণেশ যাদবের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন আনসার ও ভিডিপি কক্সবাজার জেলা কমান্ড্যান্ট অম্লান জ্যোতি নাগ।
বিশেষ অতিথি ছিলেন আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক চকরিয়ার ব্যবস্থাপক মো. তৌহিদ উদ্দিন।
পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা আনসার ও ভিডিপি’র প্রশিক্ষিতা সাইফুন নাহার ও উপজেলা আনসার প্লাটুন কমান্ডার মোক্তার আহমদ।
পরে সভা শেষে উপজেলা আনসার ও ভিডিপি’র বাছাইকৃত দলপ্রতিনিধিদের হাতে সাইকেলসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
0 comments: