চকরিয়ার সাহারবিল রামপুরস্থ মাতামুহুরী দাখিল মাদরাসার ২০২১সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান মাদরাসা মাঠে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১০নভেম্বর) সকাল ১০টায় মাদরাসার দাতা ও সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগি মো. জিয়াবুল হকের সার্বিক ব্যবস্থাপনায় ও মাদরাসা সুপার হাফেজ মাওলানা মো. নুরুল হকের সার্বিক তত্ত্বাবধানে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা হাফেজ বশির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলম।
তিনি প্রধান অতিথির বক্তব্যে মাদরাসার ভবন নির্মাণে ১কোটি টাকার অনুদানসহ অবকাঠামোগত উন্নয়নে সার্বিক সহযোগিতা প্রদানের ঘোষণা দেন।
এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু। এসময় মাদরাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি সাইফুল ইসলামসহ মাদরাসার শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে পরীক্ষার্থীদের সফলতা, মাদরাসার সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।
0 comments: