নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নস্থ হাজিয়ান আদর্শ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন অনুষ্ঠান শুক্রবার (৮অক্টোবর) জুমার নামায শেষে অনুষ্ঠিত হয়েছে।
হাজিয়ানের স্বেচ্ছাসেবী সংস্থা পিস হ্যাভেন ফাউন্ডেশনের বাস্তবায়নে নতুন এ শিক্ষাপ্রতিষ্ঠান যাত্রা শুরু করে।
বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আবু আইয়ুব আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন।
তিনি নামফলক উম্মোচনসহ একাধিক আনুষ্ঠানিকতার মাধ্যমে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
পরে শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন-অগ্রগতি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।
এসময় হাজিয়ান আদর্শ বিদ্যালয় তত্ত্বাবধানকারী সংস্থা পিস হ্যাভেন ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
0 comments: