নিজস্ব প্রতিবেদক:
চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চকরিয়া শাখাধীন পালাকাটা মাছঘাট এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১১অক্টোবর) দুপুর ১২টায় ব্যাংকের চকরিয়া শাখার ম্যানেজার অপারেশন হাসান মাহমুদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসীম উদ্দিন (বি.এ)। তিনি ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এতে বিশেষ অতিথি ছিলেন চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কে.এম ছালাহউদ্দিন।
এসময় চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. নুরুল আমিন, ইসলামী ব্যাংক চকরিয়া উপশাখার তত্ত্বাবধায়ক মো. শহিদ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ এহসানুল হক, মাছঘাট মোবারক আলী শপিং সেন্টারের মালিক সাজিদ হাকিম আদরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে ব্যাংকের সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমেদ্বীন পালাকাটা দাখিল মাদরাসার সুপার আলহাজ্ব মাওলানা নুরুল হোসাইন।
0 comments: