নিজস্ব প্রতিবেদক :
পেকুয়া থানার ওসি হিসেবে নিয়োগ পেয়েছেন কক্সবাজার গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলী।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান তাকে বদলির আদেশ দেন।
আগামী রোববারের মধ্যে তিনি নতুন কর্মস্থলে যোগদান করতে পারেন বলে একাধিক সূত্রে প্রকাশ।
তিনি এক বছরের কাছাকাছি ডিবি পুলিশের ওসি হিসেবে দায়িত্ব পালন করেন।
এদিকে ওসি শেখ মোহাম্মদ আলী নতুন কর্মস্থলে সুনামের সাথে দায়িত্ব পালনে সকলের দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, পেকুয়ার ওসি মো. সাইফুর রহমান মজুমদারকে বরিশাল রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।
0 comments: