স্পোর্টস রিপোর্টার :
জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ফুলকুঁড়ি আসর কক্সবাজার শহর শাখার আয়োজনে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১অক্টোবর) বিকালে স্থানীয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। এতে শহরতলী অঞ্চলের নয়নতারার মুখোমুখি হয় সন্ধ্যামালতি আসর।
খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার শহর শাখার সহকারী পরিচালক আসাদুল্লাহ আদিব।
এসময় শাখার সিএসডি সম্পাদক সাফওয়ান আল আজিজ ও সহকারী সাংস্কৃতিক সম্পাদক অগ্রপথিক তাওসিফ মুসায়িব রূসাফিসহ অঞ্চল ও শাখার অন্যান্য সংগঠকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে অতিথিবৃন্দ খেলায় বিজয়ীও বিজীতদলের খেলোয়াড়দের হাতে ট্রফিসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন।
0 comments: