নিজস্ব প্রতিবেদক :
শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা শাখার সাবেক সভাপতি ও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ আলমগীরের নামাযে জানাযা অনুষ্ঠিত হয়েছে। শ্রমজীবি মানুষের পরম অভিভাবক মজলুম এ শ্রমিক নেতার জানাযায় শোকাহত সর্বস্তরের জনতার ঢল নামে। সোমবার (১১অক্টোবর) সকাল ১১টায় কক্সবাজার শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত নামাযে জানাযার ইমামতি করেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ শাহজাহান।
বিশাল জানাযাপূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার মেয়র জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান, চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ শাহজাহান, শ্রমিক কল্যাণের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ, জেলা জামায়াতের আমীর নুর মোহাম্মদ আনোয়ারী, শ্রমিক কল্যাণ চট্টগ্রাম মহানগরী সাধারণ সম্পাদক এস.এম লুৎফর রহমান, বর্ষিয়ান আলেমেদ্বীন মাওলানা আবদুল গফুর ও মরহুমের মেজো ছেলে এডভোকেট আল আমিন প্রমুখ।
এসময় শ্রমিক কল্যাণের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসহাক, জেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট ফরিদউদ্দীন ফারুকী, শ্রমিক কল্যাণ কক্সবাজার জেলা শাখার সভাপতি শামসুল আলম বাহাদুর, সাধারণ সম্পাদক মুহাম্মদ মুহসিন, জেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সম্পাদক মুহাম্মদ হেদায়েত উল্লাহ, জামায়াত নেতা আবদুল্লাহ আল ফারুক, শহর জামায়াতের সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিল, কল্যাণ পার্টির কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল হাসান সাকিব, শহর শ্রমিক কল্যাণের সভাপতি আমিনুল ইসলাম হাসান, যুবলীগ নেতা মাসেকুল হক সোহেল, ছাত্রনেতা রাশেদুল হক, কামাল উদ্দীন, বিএনপি নেতা আবুল কাশেম, ছাত্রদল নেতা শাহাদাত হোসেন রিপন, শ্রমিক নেতা এম.ইউ বাহাদুর, জসিম উদ্দীন, মোহাম্মদ আলী, যুবদল নেতা জিসান উদ্দীন জিসানসহ জেলা শহর ও বিভিন্ন উপজেলার শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে নামাযে জানাযা শেষে সামাজিক কবরস্থানে মরহুম মাওলানা আলমগীরের লাশ চিরনিদ্রায় শায়িত করা হয়।
উল্লেখ্য, কক্সবাজার জেলা শ্রমিক কল্যাণের বর্তমান সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ আলমগীর (৫৪) চট্টগ্রামে আইসিউতে থাকাকালীন অবস্থার উন্নতি না হলে; ঢাকা ন্যাশনাল মেডিকেল সায়েন্স হাসপাতালে নিয়ে যাওয়ায়। সেখানে রোববার সকাল পৌঁনে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
0 comments: