নিজস্ব প্রতিবেদক :
সাম্প্রতিক সময়ে দেশে সৃষ্ট পরিস্থিতির আলোকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে চকরিয়ার সর্বস্তরের জনসাধারণের প্রতি আহবান জানিয়েছেন চকরিয়া থানার নবাগত ওসি মো. ওসমান গণি।
শুক্রবার (২২অক্টোবর) চকরিয়া থানা সেন্টারস্থ বায়তুল মামুর জামে মসজিদে সমবেত ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্দেশ্যে তিনি এ আহবান জানান। এতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে পাশাপাশি জঙ্গিবাদ ও মাদক বিরোধী জনসচেতনতামূলক বক্তব্য রাখেন তিনি।
এসময় মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা রুহুল কুদুস আনোয়ারী আল আযহারী, পেশ ইমাম মাওলানা নুরুল আবছারসহ থানা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
0 comments: