নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ায় পৃথক মোটর সাইকেল দুর্ঘটনায় প্রবাসীসহ দুই যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (১৯অক্টোবর) উপজেলার বানিয়ারছড়া ও শাহারবিল পরিষদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার ভোর ৫টার দিকে বানিয়ারছড়া স্টেশনের অদূরে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে ঘটনাস্থলে সোহেল সিকদার (২২) নামের ওমান প্রবাসী এক যুবক মারা যায়। সে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ভরন্যারচর নিবাসী মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ বাবুলের ছেলে।
অন্যদিকে দুপুর পৌঁনে ৩টার দিকে চকরিয়া-বদরখালী সড়কের শাহারবিল ইউনিয়ন পরিষদের পুর্বপাশে মসজিদ গেইটের সামনে দুই যুবক আরোহীসহ একটি মোটরসাইকেলের সাথে একটি ডাম্পার গাড়ির সংঘর্ষ হয়। এতে চাপা পড়ে মোটর সাইকেল আরোহী মাহমুদুল করিম(২৫) নামে ঘটনাস্থলে একজন মারা যায়। অপর আরোহী গুরুতর আহত হয়। আহত আরোহী নিহতের বড়ভাই বলে স্থানীয়রা জানিয়েছেন।
তাকে প্রাথমিক চিকিৎসার জন্য চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। হতাহতদের বাড়ি ডেমুশিয়া বলে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে।
এদিকে মাগরিবের নামাযের পর কৈয়ারবিল ভরন্যারচর কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে ওমান প্রবাসী সোহেল সিকদারের নামাযে জানাযা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়।
0 comments: