চকরিয়ার কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালন

নিজস্ব প্রতিবেদক :

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন তথা শেখ রাসেল দিবস উপলক্ষ্যে নানা কর্মসুচি আয়োজন করেছে চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

সরকারি নির্দেশনার আলোকে সোমবার (১৮ অক্টোবর) সকালে বিদ্যালয়ে এ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের অংশগ্রহনে চিত্রাঙ্কনসহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা।

এরপর অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। তাঁর আগে কেক কেটে শিশু শিক্ষার্থীদের খাইয়ে দিয়ে উদযাপন হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৮ তম জন্ম দিবস উপলক্ষ্যে বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত করা হয়েছে। কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি.এম রুকুনউদ্দিন দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন।

কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা (এসএমসি) সভাপতি সাংবাদিক এম. জিয়াবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মুহাম্মদ নুরুস শফি।
এসময় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষকমন্ডলীর পক্ষ থেকে কাউন্সিলর নুরুস শফিকে সংবর্ধনা দেয়া হয়। এসময় তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহারিয়ার আওরঙ্গজেব চৌধুরী তারেকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজিবুল মোস্তফা রাজিফ, প্রবীণ আওয়ামীলীগ নেতা নুরুল আলম সওদাগর, চকরিয়া পোরসভা যুবলীগের সহ-সম্পাদক মোজাম্মেল হক।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুচিত্রা চৌধুরী, সহকারি শিক্ষক পারভীন আক্তার, সহকারি শিক্ষক জেসমিন আক্তার, সহকারি শিক্ষক মিশোরী জন্নাত মিশু। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয় ব্যবস্থাপনা (এসএমসি) কমিটির সদস্য, অভিভাবক ও বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কনসহ প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: