নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক ছাত্রনেতা রেজাউল করিম সেলিম বলেছেন, শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করা আমাদের সকলের চেতনা ও ঈমানী দায়িত্ব। তাই আমরা এ চেতনাবোধ থেকে নৌকাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ সিদ্ধান্তে এগিয়ে যাবো।
বুধবার (২৭অক্টোবর) রাতে নিজ ফেসবুক টাইমলাইনে নৌকা প্রতিকে মনোনয়নপ্রাপ্ত ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক খ.ম আওরঙ্গজেব বুলেটকে হারবাং ইনানী থেকে বরণ করে আনতে একটি পোস্ট করেন। ওই পোস্টে তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি এ আহবান জানান।
তা নিম্নে হুবুহু তুলে ধরা হলো।
"প্রিয় মানুষের মায়া, প্রিয় দলের প্রতি মায়া, প্রিয় প্রতিকের প্রতি মায়া কিছুটা ছায়ার মতো, কখনো পিছু ছাড়ে না........"
প্রিয় সহযোদ্ধা বৃন্দ আসসালামু আলাইকুম,
আগামীকাল নৌকা প্রতিক প্রাপ্ত সহযোদ্ধা বুলেট কে আমারা ইউনিয়ন আওয়ামী লীগ হারবাং ইনানীতে বরণ করে নিব এতে সকল ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি সম্পাদক মহোদয় ও সকল নেতাকর্মী ও সমর্থকদের যথাসময়ে দলীয় কার্যালয়ে উপস্থিত থাকার অনুরোধ করছি।
সবাই মনে রাখবেন এটি শেখ হাসিনার নৌকা, এই প্রতিক কে বিজয়ী করা আমাদের সকলের চেতনা ও ঈমানী দায়িত্ব।
যারা আমার উপর অবিচার করেছে তাদের বিচার আল্লাহ করবে ইনশাআল্লাহ।
জিতবে এবার নৌকা।
0 comments: