নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া উপজেলা কৃষকলীগের পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব জসীম উদ্দিন (বি.এ)।
বুধবার (২৭অক্টোবর) বিকাল ৩টায় শহরের চিরিঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে চকরিয়া উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে কাউন্সিল অধিবেশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন।
এরআগে উপজেলা কৃষকলীগের আহবায়ক জসীম উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব আমির হোসেন আমুর সঞ্চালনায় সম্মেলন সম্পন্ন হয়। অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি আকবর আলী চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, কেন্দ্রীয় কৃষকলীগের সিনিয়র সদস্য ও বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম জাহাঙ্গীর আলম, কক্সবাজার জেলা কৃষকলীগের সভাপতি রশিদ আহমদ, সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, কৃষকলীগ নেতা এম.এ হাসেমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
0 comments: