নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার হাতে ৫নং ঝিলংজা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আবুল কাশেম মনোনয়নপত্র জমা (দাখিল) দিয়েছেন।
রোববার (১৭অক্টোবর) প্রার্থীর গর্বিত পিতা একই ইউনিয়ন পরিষদের স্বর্ণপ্রদকপ্রাপ্ত সাবেক সফল চেয়ারম্যান জেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর সর্বজন শ্রদ্ধেয় বর্ষিয়ান আলেমেদ্বীন মাওলানা আবুল গফুরকে সাথে নিয়ে চেয়ারম্যান পদের এ মনোনয়নপত্র জমা দেন।
এসময় কক্সবাজার সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ শহিদুল আলম বাহাদুর, বিশিষ্ট সমাজসেবক এডভোকেট আবু তাহের সিকদার, কক্সবাজার শহর জামায়াতের নায়েবে আমীর আবদুল্লাহ আল ফারুক, সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিল, শ্রমিকনেতা এম.ইউ বাহাদুরসহ চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আবুল কাশেম মনোনয়নপত্র জমাদান পরবর্তী উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গের মাধ্যমে তিনি তার সফলতার জন্য এলাকাবাসীর কাছে সর্বাত্মক দোয়া ও সমর্থন কামনা করেন।
0 comments: