নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া মাল্টিমিডিয়া স্কুলের প্রতিষ্ঠাতা ও চকরিয়া আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদরাসার শিক্ষক আলহাজ্ব গিয়াস উদ্দিনের মাতার নামাযে জানাযা সম্পন্ন হয়েছে।
সোমবার (১১অক্টোবর) দুপুর আড়াইটায় পৌরসভার ১ নাম্বার ওয়ার্ড তরচপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে নামাযে জানাযা অনুষ্ঠিত হয়।
এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মরহুমার পরিবার-পরিজনসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। পরে স্থানীয় কবরস্থানে মরহুমার লাশ চিরনিদ্রায় শায়িত করা হয়।
উল্লেখ্য, চকরিয়া পৌর এলাকার ১নং ওয়ার্ড তরচপাড়া নিবাসী কামাল উদ্দিনের সহধর্মিনী গত রোববার (১০অক্টোবর) বেলা ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় একটি বেসরকারি ক্লিনিকে ইন্তিকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে স্বামী, ৫ ছেলে ও ২ মেয়ে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
0 comments: