কাংখিত উন্নয়নে ডালিম মার্কায় ভোট দিন : চকরিয়ায় পথসভায় কাউন্সিলর পদপ্রার্থী আবদুচ ছালাম

নিজস্ব প্রতিবেদক : 

আগামী ২০সেপ্টেম্বর সোমবার চকরিয়া পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী মো. আবদুচ ছালাম ডালিম মার্কায় ভোট চেয়ে গতকাল শুক্রবার (১৭সেপ্টেম্বর) জুমার নামায শেষে বিভিন্নস্থানে গণসংযোগ করেছেন। 

পরে বিকাল ৪টায় একটি নির্বাচনী মিছিল নিজ এলাকা সালাম মাস্টারপাড়া থেকে শুরু করে ওয়ার্ডের বিভিন্ন অলি-গলি প্রদক্ষিণ করে। ডালিম মার্কার কর্মী-সমর্থকসহ অসংখ্য সাধারণ মানুষের অংশগ্রহণে শান্তিপূর্ণ এ মিছিল এক পর্যায়ে শোডাউনে পরিণত হয়। 

মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দেন ডালিম মার্কা নিয়ে ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. আবদুচ ছালাম। তিনি সর্বস্তরের জনসাধারণকে সাথে নিয়ে ওয়াার্ডের আওতাধীন বিনামারা, ভাঙ্গারমুখ বড়ুয়াপাড়া, হিন্দুপাড়া, খামারপাড়াসহ বিভিন্ন পাড়া-মহল্লা ঘুরে বেড়ান। পরে একাধিক স্থানে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। 

পথসভার বক্তব্যে আবদুচ ছালাম বলেন, চকরিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের কাংখিত উন্নয়নে ডালিম মার্কায় ভোট দিন। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনদুর্ভোগ বাড়াতে চাইনা। বাস্তবতাকে বিশ্বাস করি বলে অতীতের যে কোন দুর্যোগে আপনাদের পাশে থেকেছি। এখনও পাশে থাকতে চাই। 

তাই ৬নং ওয়ার্ডবাসীর যথাযথ সেবা করার জন্য সেবক হতে আগামী ২০সেপ্টেম্বর আপনারাই ডালিম মার্কার বিজয় নিশ্চিত করবেন। ইনশা’আল্লাহ আপনাদের এ প্রচেষ্টা বৃথা যাবেনা। তিনি পরিশেষে সকলের কাছে ভোট চেয়ে দোয়া ও সর্বাত্মক সমর্থন কামনা করেন। 

এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুরব্বীসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। 



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: