নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া পৌরসভায় দ্বিতীয়বারের মতো নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হয়েছেন বর্তমান মেয়র মো. আলমগীর চৌধুরী। সোমবার (২০সেপ্টেম্বর) প্রযুক্তির ভোট ইভিএম পদ্ধতিতে চকরিয়া পৌরসভা নির্বাচন-২০২১ সম্পন্ন হয়।
নির্বাচনে মেয়র পদে বিজয়ী প্রার্থী চকরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী নৌকা মার্কায় পেয়েছেন ২১হাজার ৪শত ৯০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন চকরিয়া নাগরিক কমিটির ব্যানারে স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ মার্কা নিয়ে মো. জিয়াবুল হক। তিনি পেয়েছেন ৯হাজার ৭শত ৬২ ভোট।
এতে নারীদের সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হন ১, ২ ও ৩নং ওয়ার্ড নিয়ে রাশেদা বেগম (তৃতীয়বার), ৪, ৫ ও ৬নং ওয়ার্ড নিয়ে ফারহানা ইয়াসমিন (নতুন) এবং ৭,৮ ও ৯নং ওয়ার্ড আনজুমান আরা বেগম (তৃতীয়বার)।
সাধারণ ওয়ার্ডে নির্বাচিতরা হলেন- ১নং ওয়ার্ড থেকে মো. নুরুস শফি, ২নং ওয়ার্ড থেকে সাইফুল ইসলাম, ৩নং ওয়ার্ড থেকে মো. হানিফ, ৪নং ওয়ার্ড থেকে জাফর আলম কালু (তৃতীয়বার), ৫নং ওয়ার্ড থেকে ফোরকানুল ইসলাম তীতু (দ্বিতীয়বার), ৬নং ওয়ার্ড থেকে মো. আবদুচ ছালাম, ৭নং ওয়ার্ড থেকে মো. নুরুল আমিন, ৮নং ওয়ার্ড থেকে মুজিবুল ইসলাম (দ্বিতীয়বার) ও ৯নং ওয়ার্ড থেকে মো. বেলাল উদ্দিন।
0 comments: