বার্তা পরিবেশক :
বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) কক্সবাজার জেলা শাখার উদ্যোগে এক সাধারণ সভা সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় চকরিয়া পৌরশহরের ওয়াপদা রোডস্থ বিউটি পার্লার ভবনে অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় সহ-সভাপতি প্রফেসর নুর মোহাম্মদ হানিফের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি ফজলুল কাদেরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রফেসর জুবাইদুল হক, প্রফেসর শওকত আলী, প্রফেসর আমিনুল হক, চকরিয়া উপজেলা সভাপতি প্রধান শিক্ষক নুরুল আবছার, প্রধান শিক্ষক আবু সাজ্জাদ মোঃ নিশাদ, জুবাইদুল হক, জয় গোপাল ঘোষ, মোঃ জুনাইদ, চকরিয়া উপজেলা সেক্রেটারি তৌহিদুল ইসলাম, জেলা সহ-সেক্রেটারী কুতুব উদ্দিন, মনির উদ্দিন, রনধীর রুদ্র প্রমুখ ব্যক্তিবর্গ।
বক্তাগণ আগামী ৫অক্টোবর-২০২১ ঢাকায় অনুষ্ঠিতব্য সমাবেশ ও র্যালী সফল করার বিষয়ে দৃড় মতামত ব্যক্ত করেন। এ বিষয়ে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন উপস্থিত নেতৃবৃন্দ।
0 comments: