অসমাপ্ত উন্নয়নের জন্য নৌকা মার্কার ভোট বিপ্লব ঘটাতে হবে : চকরিয়ায় নির্বাচনী জনসভায় বক্তারা

নিজস্ব প্রতিবেদক : 

আলমগীর চৌধুরীকে নৌকা মার্কায় ভোট না দেয়া মানে শেখ হাসিনাকে প্রত্যাখান করা। অসমাপ্ত উন্নয়ন সমাপ্ত ও পৌরসভার ব্যবসায়ীসহ আপামর জনগণ শান্তিতে বসবাস করার জন্য আলমগীরের নৌকা  মার্কায় ভোট বিপ্লব ঘটাতে হবে। 

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৪টায় চকরিয়া পৌরসভার বিজয় মঞ্চে  আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী আলমগীর চৌধুরীর সমর্থনে নির্বাচনী সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।

 চকরিয়া পৌর নির্বাচনের নৌকা মার্কার প্রধান এজেন্ট প্রফেসর আ.ক.ম গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জয়নালের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা। 

প্রধান বক্তার আলোচনা পেশ করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম বদি, কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ সিআইপি, সহ-সভাপতি রেজাউল করিম, শিল্প ও বাণিজ্য  সম্পাদক খালেদ মো. মিথুন, সদস্য এটিএম জিয়া উদ্দিন চৌধুরী জিয়া, আমিনুর রশিদ দুলাল, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর, জেলা শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম সাদ্দাম হোসেন, চকরিয়া উপজেলা আওযামী লীগের সহ-সভাপতি সরওয়ার আলম, আওয়ামী লীগ নেতা এডভোকেট লুৎফুল কবির, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন, সহ-সভাপতি আমান উদ্দিন, চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ শহিদ, সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, চকরিয়া উপজেলা শ্রমিকলীগের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুনসহ চকরিয়া পৌরসভার ৯টি ওয়ার্ডে আওয়ামীলীগের সভাপতি-সাধারণ সম্পাদকগণ। 

এছাড়া জেলা, উপজেলা, পৌরসভাসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের উল্লেখযোগ্য নেতারা বক্তব্য রাখেন।

এদিকে জনসভার মঞ্চে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী আলমগীর চৌধুরীকে পূর্ণ সমর্থন দিয়ে সাবেক ছাত্রনেতা কম্পিউটার মার্কার স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট ফয়সাল সিদ্দিকী ব্যক্তিগত নির্বাচনী কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: