নিজস্ব প্রতিবেদক :
জনগণের ভালবাসার শক্তি দিয়ে বিজয়ের শেষ হাসি হাসতে চান উল্লেখ করে শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে চকরিয়া পৌরবাসীর উদ্দেশ্যে নারিকেল গাছ মার্কার মেয়র প্রার্থী জিয়াবুল হক নিজের ফেসবুক টাইমলাইনে এক স্ট্যাটাস পোস্ট করেছেন। এতে মেয়র প্রার্থী জিয়াবুল হক তার নির্বাচনী কর্মী-সমর্থক ও অনুসারিদের কোন ধরনের সংঘাতে না জড়াতো জোর আহবানান জানান। ওই পোস্টে তিনি যা বলেছেন তা হুবুহু তুলে ধরা হলো।
প্রিয় পৌরবাসী,
সালাম নিবেন। পৌর নির্বাচন ইনশাআল্লাহ অত্যান্ত শান্তিপূর্ণ হবে বলে আমাদের আশ্বস্ত করেছেন প্রশাসন। আপনারা ভয় পাবেন না। এখানে ক্ষমতাসীন দল কোন প্রভাব খাটাতে পারবে না।
আমি আমার কর্মী সমর্থক যারা আছেন এবং যারা আমাকে ভালবাসেন তাদের প্রতি বিনীত অনুরোধ করছি দয়া করে সমস্ত অপ্রীতিকর ঘটনা এড়িয়ে চলবেন।কোন ধরনের সংঘাতে জড়াবেন না। ২০ তারিখ পর্যন্ত সর্বোচ্চ ধৈর্য্য ধরে জনগনের কাতারে গিয়ে জনগণের কাছে ভোট প্রার্থনা করবেন। আমরা শান্তির পক্ষে। জনগণের ভালবাসাই আমার একমাত্র শক্তি। এই শক্তি দিয়েই ইনশাআল্লাহ জয়ের হাসি আমরাই হাসবো।
উল্লেখ্য, আগামী ২০ সেপ্টেম্বর চকরিয়া পৌরসভা নির্বাচন।
0 comments: