নিজস্ব প্রতিবেদক :
বৃহস্পতিবার থেকে জনগণের ভোটাধিকার রক্ষার আন্দোলন পুরোদমে চলবে বলে নিজ ফেজবুক টাইমলাইনে স্ট্যাটাস পোস্ট করেছেন চকরিয়া পৌরসভা নির্বাচেনে নারিকেল মার্কার মেয়র পদপ্রার্থী মো. জিয়াবুল হক। বুধবার (১৫ সেপ্টেম্বর) উচ্চ আদালত থেকে একটি মামলায় তিনিসহ আগাম জামিন পান ১৭জন।
সূত্রের দাবি, ষড়যযন্ত্রমূলক ওই মামলায় আসামী হন তার ভগ্নিপতি বিশিষ্ট ব্যবসায়ী শেখ মোহাম্মদ পারভেজও। বুধবার সতেরো জনের সাথে তিনিও উচ্চ আদালত থেকে আগাম জামিন লাভ করেন।
এদিকে মেয়র প্রার্থী জিয়াবুল হক উচ্চ আদালত থেকে আগাম জামিন পাওয়ায় মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ পরবর্তী একটি ফেসবুক স্ট্যাটাস পোস্ট করেন। নিম্নে তা হুবুহু তুলে ধরা হলো।
প্রিয় চকরিয়া পৌরবাসী,
আপনাদের দোয়ায় বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ৩টায় হারবাং ইনানী রিসোর্ট হয়ে চকরিয়ায় ফিরবো। আগামীকাল থেকে জনগণের ভোটাধিকার রক্ষার আন্দোলন পুরোদমে চলবে, ইনশাআল্লাহ্…। ২০ সেপ্টেম্বর সারাদিন নারিকেল গাছ মার্কায় ভোট দিন।
নিবেদক-
মো. জিয়াবুল হক
মেয়র পদপ্রার্থী
চকরিয়া পৌরসভা নির্বাচন-২০২১
0 comments: