নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ার সাপ্তাহিক মাতামুহুরী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব বুধবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় চকরিয়ার অভিজাত রেষ্টুরেন্ট গ্রীনচিলি মিলনায়তনে সম্পন্ন হয়েছে।
এতে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মিজবাউল হক। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের কক্সবাজার পত্রিকার সম্পাদক মুজিবুর রহমান। তিনি আনুষ্ঠানিকভাবে কেক কেটে প্রতিষ্ঠা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান রেজাউল করিম, বরইতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ.টি.এম জিয়া উদ্দিন চৌধুরী জিয়া, চকরিয়া আইনজীবি কমিটির সাবেক সভাপতি এডভোকেট লুৎফুল কবির, চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি জাহেদ চৌধুরী, সাবেক সভাপতি আবদুল মজিদসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাপ্তাহিক এ পত্রিকাটির ২০বছর পূর্ণ হওয়ায় পত্রিকা কর্তৃপক্ষ বিশেষ আয়োজনটি করেন।
0 comments: