নিজস্ব প্রতিবেদক :
আজ ২২শে আগস্ট চট্টগ্রাম ও কক্সবাজারের সাংবাদিকতা জগতের অন্যতম প্রাণপুরুষ দৈনিক চকোরী পত্রিকার প্রতিষ্ঠাকালীন বার্তা সম্পাদক ইতিহাস গবেষক ও সমাজকর্মী সাংবাদিক মুজিবুল হক চৌধুরীর ২১তম মৃত্যুবার্ষিকী। আজকের এইদিনে ২০০০সালে মাতামুহুরী ব্রিজের ওপর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তিকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
ইতিহাসবিদ ও কলামিস্ট সাংবাদিক মুজিবুল হক চৌধুরীর ১৯৫৬ সালের ২১শে জানুয়ারি কাকারায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৭ সালে কাকারা প্রাইমারি থেকে প্রাথমিক শিক্ষা কাকারা মাধ্যমিক বিদ্যালয় থেকে ৭ম শ্রেণি চকরিয়া হাইস্কুল থেকে এসএসসি পাস করেন ১৯৭৪ সালে। তারপর চকরিয়া কলেজ থেকে এইচএসসি। সাতকানিয়া কলেজ থেকে লেখাপড়া শেষ করেন।
তিনি শিক্ষানুরাগি হিসেবেও অনন্য অবদান রয়েছে নিজ এলাকায়। কাকারা মাধ্যমিক বিদ্যালয়কে মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তর করার জন্য তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাছাড়া তিনি পাহাড়তলী গ্রামে প্রতিষ্ঠা করেন একটি প্রাইমারি বিদ্যালয়। বতমানে ওই বিদ্যালয় সরকারি হয়েছে। তিনি পেশায় সাংবাদিক ছিলেন। জীবদ্দশায় ১৮বছর সাংবাদিকতা করেন তিনি।
0 comments: