শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস) :
চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় বন্যা কবলিত এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়াতে ত্রাণের গাড়ি নিয়ে ছুটে যাচ্ছেন চকরিয়া প্রবাসী ফোরামের স্বেচ্ছাসেবী টিম। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ইসহাক হুমায়ুন ও সাধারণ সম্পাদক এস.এম মিনার উদ্দিন চৌধুরীর সার্বিক নির্দেশনায় বুধবার (৪আগস্ট) এ কার্যক্রম শুরু হয়। চলবে শনিবার ৭আগস্ট পর্যন্ত।
চকরিয়ায় দেশে অবস্থানরত সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইসার নেতৃত্বে এবং অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যদের সহযোগিতায় মানবিক এ কার্যক্রম চলছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চকরিয়া পৌরসভা, উপজেলার বমুবিলছড়ি, ফাঁসিয়াখালী, সুরাজপুর-মানিকপুর, কাকারা, লক্ষ্যারচর, কৈয়ারবিল, বরইতলী, হারবাং, বদরখালী, পূর্ব বড়ভেওলা, বিএমচর, কোনাখালী, পশ্চিম বড়ভেওলা, ঢেমুশিয়া, ডুলাহাজারা, খুটাখালী, চিরিংগা, সাহারবিল ইউনিয়নের পানিবন্দী আড়াই হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণের পরিকল্পনা হাতে নিয়েছে সংগঠনটি।
ইতোমধ্যে পরিকল্পনা অনুযায়ি উদ্বোধনী দিবস থেকে পৌর এলাকাসহ কয়েকটি ইউনিয়নে দেড়হাজার বন্যা দুর্গত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়েছে। বাকিগুলো পর্যায়েক্রম বিতরণ করা হবে বলে সূত্র নিশ্চিত করেন।
এদিকে চকরিয়া প্রবাসী ফোরামের ত্রাণ কার্যক্রম সম্পর্কে উপজেলা প্রশাসনকে অবহিত করতে এক পরিচিত সভা চকরিয়া উপজেলা পরিষদের মোহনা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ফোরামের চকরিয়াস্থ নেতৃবৃন্দের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরীজ, সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মো. তফিক আলম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাত উজ্জ-জামান দিপু।
পরিচিতি সভা থেকে অতিথিদের উপস্থিতিতে বেশ'কজন পানিবন্দী অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রির প্যাকেট তুলে দেয়া হয়।
0 comments: