উখিয়ায় ৩৩টি স্বর্ণের বারসহ রোহিঙ্গা নাগরিক আটক

কামাল হোসেন আজাদ, কক্সবাজার : 

কক্সবাজারের সীমান্ত উপজেলা উখিয়ার টিভিরিলের উপকেন্দ্র এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমার থেকে আনা প্রায় ৩কোটি টাকা মূল্যের ৩৩টি স্বর্ণের বার উদ্বার করেছে বিজিবি। আটক করা হয়েছে স্বর্ণবার বহনকারী ৬৫বছর বয়সী জয়নুল আবেদীন নামের এক রোহিঙ্গা নাগরিককে। সোমবার (৯আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে বান্দরবান নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের বিওপির বিজিবি সদস্যরা এ অভিযান পরিচালনা করে। 

সূত্রে জানা গেছে, সোমবার (৯আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া টিভি রিলে উপকেন্দ্রের পূর্বপাশে রাস্তার উপর বিজিবির একটি টহলদল অভিযান চালিয়ে সীমান্ত এলাকায় তুমব্রু থেকে পায়ে হেঁটে আসা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পমুখী এক রোহিঙ্গা নাগরিককে আটক করে। এসময় তাকে তল্লাশি করা হলে কোমরে লুঙ্গির ভাঁজে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৩টি স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার করা স্বর্ণের ওজন ৪৭০ভরি। যার বাজার মূল্য ২কোটি ৯১ লাখ ৪০হাজার টাকা হবে বলে সূত্রে প্রকাশ। ধৃত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক জয়নুল আবেদিন তুমব্রু জিরো পয়েন্টের আশ্রিত রোহিঙ্গা। সে মৃত ফজল আহমদের ছেলে।

এদিকে তেত্রিশটি স্বর্ণবারসহ মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক আটকের সত্যতা নিশ্চিত করে কক্সবাজারস্থ ৩৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, ধৃত পাচারকারীকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে। পাশাপাশি উদ্ধারকৃত স্বর্ণেরবারগুলো ট্রেজারী অফিসে জমা দেয়া হয়েছে বলে তিনি জানান।   



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: