শাহরিয়ার মাহমুদ (চকরিয়া টাইমস) :
চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ ছেলে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী নানান কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। বৃহস্পতিবার (৫আগস্ট) সকাল ১০টায় আয়োজিত এসব কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, দোয়া মাহফিল ও চারা বিতরণ।
উপজেলার মোহনা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরীজ। প্রধান অতিথি ছিলেন চকরিয়া- পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলম। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী।
এসময় উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান জেসি চৌধুরী, বনবিভাগ কক্সবাজার উত্তরের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছিরসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ক্যাপ্টেন শেখ কামালের রুহের মাগফিরাত এবং বঙ্গবন্ধু পরিবারের জীবিত সদস্যদের সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।
পরে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে উপস্থিত সকলের মাঝে ফলদ-বনজ বিভিন্ন প্রজাতির চারাগাছ বিতরণ করা হয়।
0 comments: