সিরিজের প্রথম ম্যাচে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে টাইগাররা

কামরুল আজম মুজাহিদ (চকরিয়া টাইমস):

ক্রীড়া প্রেমীদের কাছে হোম অব ক্রিকেট খ্যাত রাজধানী ঢাকার মিরপুর স্টেডিয়ামে আজ ক্রিকেট জগতের অন্যতম পরাশক্তি অস্ট্রেলিয়ার বিiæ‡× পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। 

এই ম্যাচে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবে মাহমুদুল্লাহ রিয়াদ এবং অস্ট্রেলিয়া নামবে ম্যাথ্যু ওয়েইডের নেতৃত্বে।শীঘ্রই জিম্বাবুয়ে সিরিজ জয় করে এসে ফুরফুরে মেজাজেই আছে বাংলাদেশ ক্রিকেট দল। অপরদিকে ওয়েস্ট ইন্ডিজের সাথে টি-টুয়েন্টি সিরিজে বিশাল ব্যবধানে হেরে নিশ্চয়ই চাপে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। 

অবশ্য দু’টিমেরই কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় খেলছেন না এই ম্যাচে! যেমন অস্ট্রেলিয়া  ক্রিকেট দলে ডেভিড  ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, স্টিভ স্মিথ। বাংলাদেশ ক্রিকেট দলে খেলছেনা তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাস। 

দু’টিমের মধ্যে হেড টু হেডে অবশ্য এগিয়ে রয়েছে অজিরা। দু’টিমের মধ্যে ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে দেখা হয়েছিলো চারবার। যার মধ্যে চারটিতেই অজিরাই জয় লাভ করে। সেই হিসেবে এই সিরিজে বেশ ভালো সুবিধে পেতে পারে টিম অস্ট্রেলিয়া। 

ক্রীড়া বিশ্লেষকরা বলছেন এই সিরিজের বাংলাদেশ টিম তারুণ্যে ভরা। অবশ্য, অধিনায়ক মাহমুদুল্লাহ এই সিরিজে ভালো কিছু উপহার দিতে চান। 

বাংলাদেশ দল : মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, নাঈম শেখ, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন, সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মাহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত ও রুবেল হোসেন।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: