নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার জেলা আওয়ামীলীগের উপদেষ্টা চকরিয়া উপজেলার দরবেশকাটা গ্রামের বাসিন্দা জমিদার পরিবারের সন্তান ফছিউর রহমান চৌধুরীর নামাযে জানাযা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২০আগস্ট) জুমার নামাজের পর দুপুর ২টায় দরবেশকাটা মাদরাসা মাঠে অনুষ্ঠিত জানাযার সমাবেশে শোকার্ত মানুষের ঢল নামে।
নামাযে জানাযায় অংশগ্রহণ করেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল করিম, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য এ.টিএ.ম জিয়াউদ্দিন জিয়া চৌধুরী, মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামীলীগের সভাপতি পশ্চিম বড়ভেওলা ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, সাধারণ সম্পাদক শাহারবিল ইউপি চেয়াম্যান মহসিন বাবুল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাউছার উদ্দিন কছিরসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, প্রশাসিক কর্মকর্তা, সাংবাদিক, সুশিল সমাজ ও সকল শ্রেণী পেশার মানুষ।
উল্লেখ্য, প্রবীণ আওয়ামীলীগ নেতা ফছিউর রহমান চৌধুরী বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮বছর।
0 comments: