চকরিয়ায় ২১আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক : 

একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে চকরিয়া উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে খতমে কোরআন, দোয়া মাহফিল পৌরশহরের থানার রাস্তার মাথাস্থ সিস্টেম কমপ্লেক্স বঙ্গবন্ধু কর্ণার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।  

এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আলম। 

এসময় উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারি গিয়াস উদ্দিন, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া পৌরসভা ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আহমদ রেজা ও চকরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছিরসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

কর্মসূচির শুরুতে স্থানীয় আলেম-ওলামাদের নিয়ে খতমে কুরআন সম্পন্ন হয়। পরে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: