নিজস্ব প্রতিবেদক:
চকরিয়ার লক্ষ্যারচরে স্থানীয় মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮আগস্ট) সকালে এ খেলায় মন্ডলপাড়ার মুখোমুখি হয় বানিয়ারকুম ফুটবল একাদশ। এতে টাইব্রেকারে বানিয়ারকুম এক গোলে জয়লাভ করে।
খেলা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার। তিনি বলেন, “ক্ষুদ্র ক্ষুদ্র বালি কনা বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সাগর অতল”। আজকের খেলায় ক্ষুদে খেলোয়াড়দের দারুন পারফরম্যান্সে আমি আশাবাদী। একদিন এই ক্ষুদে খেলোয়াড়দের কেউ জাতীয় টিমেও খেলতে পারে। সুযোগ হতে পারে তাদের কারো। এভাবেই মাদকমুক্ত সমাজ নিনির্মাণে আজকের তরুণদের ফুটবল তথা ক্রীড়া চর্চার মাধ্যমে এগিয়ে আসতে হবে।
পরে তিনি খেলায় বিজয়ী ও বিজীত দলের খেলোয়াড়দের চ্যাম্পিয়ন ও রানার্স আপসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ামোদি জনসাধারণ উপস্থিত ছিলেন।
0 comments: