নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকায় উপ-সম্পাদক পদে নিয়োগ পেয়েছেন চকরিয়ার সিনিয়র সাংবাদিক বি.এম হাবিব উল্লাহ।
বুধবার ১৮ আগস্ট দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকার চট্টগ্রাম অফিস থেকে সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান চৌধুরী আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক স্মারকপত্রের মাধ্যমে এ নিয়োগ প্রদান করেন।
ওই স্মারক সূত্রে জানা গেছে, সাংবাদিক বি এম হাবিব উল্লাহকে দৈনিক আমাদের কক্সবাজারে প্রত্যয়নপূর্বক উপ-সম্পাদক পদে নিয়োগ দেয়া হয়। এ তৎসংগে তাকে কক্সবাজার জেলার ৯ উপজেলা এবং বান্দরবান জেলার ৭ উপজেলা ও দক্ষিণ চট্টগ্রাম সাংগঠনিক জেলাসহ সকল উপজেলায় প্রতিনিধি নিয়োগের দায়িত্ব দেয়া হয়।
তিনি দীর্ঘদিন চকরিয়া সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
সাংবাদিক বি.এম হাবিব উল্লাহ বর্তমানে জাতীয় দৈনিক ভোরের দর্পণ পত্রিকায় কক্সবাজার জেলা প্রতিনিধি ও দি ডেইলী নিউ নেশনের চকরিয়া-পেকুয়া প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
0 comments: