নিজস্ব প্রতিবেদক :
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও চট্টগ্রাম হাটহাজারী মাদরাসার শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
আজ বৃহস্পতিবার (১৯আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে হাটহাজারি মাদরাসায় তিনি গুরুতর অসুস্থতাবোধ করেন।
পরে মাদরাসা থেকে তাকে নিয়ে যাওয়া হয় চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে। অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার সময় অক্সিজেনও লাগিয়ে দেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌঁনে ১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে সূত্র প্রকাশ।
নামাযে জানাযা:
হাটহাজারী মাদ্রাসা মাঠে মরহুম আল্লামা জুনায়েদ বাবুনগরীর নামাযে জানাযা প্রথমে সন্ধ্যা সাড়ে ৭টায় হওয়ার কথা প্রচার থাকলে তা পরিবর্তন করে রাত ১১টায় হবে বলে সিদ্ধান্ত নিশ্চিত করে বিশ্বস্ত সূত্র।
0 comments: