নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া উপজেলার ডুলাহাজারা উলুবুনিয়া গ্রামে নিজবাড়িতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা গেছে মোহাম্মদ শাহজাহান (২২) নামের আলিম শ্রেণির এক মেধাবি শিক্ষার্থী। শুক্রবার (১৩আগস্ট) জুমার নামাযের আগে এ দুর্ঘটনা ঘটে।
পরিবারের বরাত দিয়ে একই গ্রামের বাসিন্দা ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. কলিম উল্লাহ কলি জানান, ঘরে সামান্য বৈদ্যুতিক কাজ করতে গিয়ে মেধাবি শিক্ষার্থী মোহাম্মদ শাহজাহান আকষ্মিকভাবে বিদ্যুতস্পৃষ্টে শুরুতর আক্রান্ত হন। এতে সে নীচে লুটিয়ে পড়ে। তার পরিবার তাকে মুমূর্ষ অবস্থায় স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিদ্যুতস্পৃষ্টে নিহত শাহজাহান উলুবুনিয়া গ্রামের আলতাজ আহমদের ছেলে।
একইদিন সন্ধ্যায় মাগরিবের নামাযের পর জানাযা অনুষ্ঠিত হবে।
মেধাবি শিক্ষার্থী মোহাম্মদ শাহজাহানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক মো. কলিম উল্লাহ কলি। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
0 comments: