সংবাদ বিজ্ঞপ্তি :
চকরিয়ার পালাকাটা দাখিল মাদরাসা (পি.ডি.এম) প্রাক্তন ছাত্র সংসদের সেক্রেটারি বিশিষ্ট সুরকার ও গীতিকার দেশের অন্যতম সুপরিচিত শ্ল্পিী শোয়াইব বিন হাবিবের পিতা বর্ষিয়ান মুরব্বী আলহাজ্ব হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রাক্তন ছাত্র সংসদ পালাকাটা দাখিল মাদরাসার সভাপতি সাবেক ছাত্রনেতা মুহাম্মদ নুরুন্নবী।
তিনি এক শোকবার্তায় প্রাক্তন ছাত্র সংসদ পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, মহান আল্লাহ তায়ালা যেন মরহুমের সকল ভুলত্রুটিগুলো ক্ষমা করে তাঁর নেক আমলগুলো কবুল করে তাঁকে জান্নাতের আ'লা মাকাম দান করেন আমীন। সেই সাথে মরহুমের পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং মহান আল্লাহর নিকট তাদের এই শোক সইবার তাওফিক কামনা করছি।
উল্লেখ, চকরিয়া বুড়িপুকুর গ্রামের বাসিন্দা বর্ষিয়ান মুরব্বী আলহাজ্ব হাবিবুর রহমান বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে রোববার (২৯আগস্ট) দিবাগত রাত ১টার দিকে নিজবাড়িতে ইন্তিকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
0 comments: