কাকারায় ভাঙ্গন রোধ করবে পাঁচশত তালগাছ

শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস) : 

কাকারায় বাঁধের ভাঙ্গন রোধকল্পে রোপন করা হয়েছে ৫শ’টি তালগাছের চারা। সোমবার (৩০আগস্ট) দুপুরে উপজেলা কাকারা ইউনিয়নের দক্ষিন লৌটনী বেড়িবাঁধের ভাঙ্গন রক্ষার্থে এবং এলাকার সৌন্দর্য বর্ধনের জন্য এ চারাগাছগুলো রোপন করা হয়।

কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমানের সার্বিক তত্ত্বাবধানে তালগাছ রোপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আলহাজ্ব জাফর আলম। 

তিনি বলেন, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় এ গাছগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এ গাছগুলো বড় হলে বাঁধের টেকসই ভিত্তি নিশ্চিত করবে।

এসময় ইউনিয়ন বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার মুরব্বীরা উপস্থিত ছিলেন। 


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: