বিশ দিনেও খোঁজ মিলেনি চিরিঙ্গা ইউনিয়নের দুই মাদরাসা শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক:  

চকরিয়ার চিরিঙ্গা ইউনিয়নের দুই মাদরাসা শিক্ষার্থীর বিশ দিনেও খোঁজ মিলেনি। নিখোঁজের তিন সপ্তাহ পার হলেও তাদের কোন সন্ধাণ পায়নি পরিবার। 

পরিবার সূত্রে জানা গেছে, মো. মিজানুর রহমান ও সাকিব উল্লাহ নামের ১৪ বছর বয়সী এই দুই মাদ্রাসার ছাত্র গত ২০ দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ২আগস্ট ২০২১ইং তারা বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায়। তারা চকরিয়া মালুমঘাট চা বাগান এলাকার মদিনাতুল উলুম ইসলামিয়া কওমী মাদ্রাসায় ৩য় শ্রেণীর (মোতাফাররকা সানি) ছাত্র। 

মো. মিজানুর রহমান চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ডের পালাকাটা গ্রামের মনির হোসেনের ছেলে এবং সাকিব উল্লাহ একই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চরণদ্বীপ এলাকার মোদ্দাচ্ছিরুল হকের ছেলে।

এব্যাপারে নিখোঁজ ছাত্রদ্বয়ের অভিভাবক বাদী হয়ে চকরিয়া থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি করেছেন। মো. মিজানুর রহমানের সাধারণ ডায়েরির বাদী হন পিতা মনির হোসেন (জিডি নং- ৩০৩, তারিখ-০৮-০৮-২০২১ইং) এবং সাকিব উল্লাহর পক্ষে  সাধারণ ডায়েরির বাদী হন তার বড়ভাই ইয়াছির উল্লাহ (জিডি নং- ৩০৪, তারিখ-০৮-০৮-২০২১ইং)

কোন হৃদয়বান ব্যক্তি দুই শিশুর সন্ধান পেলে নিচের নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করেছেন। মো. মিজানুর রহমানের পিতা মনির হোসেন (০১৮৬৮ ৬০৯ ৩৭৫) ও সাকিব উল্লাহর বড়ভাই ইয়াছির উল্লাহ (০১৮৩৮ ৯৭৭ ৯৫৮)।  


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: