জনপ্রিয় আইপি টেলিভিশন চ্যানেল প্যানভিশন টিভির লাইভে আজ বৃহস্পতিবার (২৬আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় গান পরিবেশন করবে চকরিয়ার ছেলে শিল্পী হুমায়ুন কবির পারভেজ। লাইভ অনুষ্ঠানটি পরিচালনা করবেন দেশের বরেণ্য শিল্পী ওবায়দুল্লাহ তারেক ।
চকরিয়া পৌরসভার পালাকাটা গ্রামের কৃতী সন্তান পারভেজ পালাকাটা দাখিল মাদরাসার প্রাক্তন শিক্ষার্থী।
গানের জগতে ছোটবেলা থেকে আজ পর্যন্ত তার পদচারণা দীর্ঘদিনের। সময় হাতে পেলে গুনগুন করে সুর তোলেন গলায়। এভাবে করে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিযোগিতায়ও রাখেন কৃতীত্বের সাক্ষর।
বর্তমানে তিনি চট্টগ্রাম সরকারি কলেজের ইংরেজি বিভাগে অনার্স কোর্সে অধ্যয়নরত আছেন। মেধাবি এ শিক্ষার্থী চট্টগ্রামের ঐতিহ্যবাহি সাংস্কৃতিক সংগঠন পাঞ্জেরী শিল্পী গোষ্ঠীর সহকারী পরিচালকের দায়িত্বে রয়েছেন।
মাশাআল্লাহ 💚
ReplyDelete