চকরিয়ার কৈয়ারবিলে বানভাসিদের মাঝে খাবার পৌঁছালেন সমাজসেবক আফজল চৌধুরী

নিজস্ব প্রতিবেদক:


সম্প্রতি প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা দুর্গত চকরিয়া উপজেলার অবহেলিত কৈয়ারবিল ইউনিয়নের অসহায় মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন চকরিয়ার কৈয়ারবিলের সাবেক সফল চেয়ারম্যান সর্বজন শ্রদ্ধেয় মরহুম আলহাজ্ব শহীদ হোসাইন চৌধুরীর কনিষ্ট ছেলে বিশিষ্ট সমাজসেবক চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব হাফেজ মোঃ আফজল উর রহমান চৌধুরী।

তিনি গত ৯দিন ধরে তার ইউনিয়নের পানিবন্দি পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে প্রায় ১৭ হাজার মানুষের মাঝে রান্না করা খাবার বিরিয়ানি পৌঁছে দেন। শনিবার (৭ আগস্ট) পর্যন্ত পানিবন্দি হয়ে পড়া কৈয়ারবিলবাসীর জন্য কখনো নৌকাতে করে, কোথাও পায়ে হেটে ভ্যানে করে রান্না করা খাবার নিয়ে বাড়ি বাড়ি ছুটে গেছেন। সাথে ছিল শুকনো খাবারও।

যার কারণে তাকে ইতোমধ্যে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আলেম, শিক্ষক, কৃষক, শ্রমিক, দিনমজুরসহ সকল শ্রেণি পেশার মানুষের অন্তরে স্থান করে নিয়েছেন। তিনি নিজের ও পরিবারের সব সহায় সম্বল সাধ্যের মধ্যে প্রতিনিয়ত জনগনের জন্য উজাড় করে দিচ্ছেন। 

বিশিষ্ট সমাজসেবক আফজল চৌধুরী বলেন, জনগনের সেবা করা ও সুখে দুঃখে পাশে থাকতে পারাটাই আমার প্রধান বৈশিষ্ট্য। আমার মরহুম পিতার ন্যায় তার পরিবার জনগনের খেদমতে নিয়োজিত। 

তিনি বলেন, কৈয়ারবিল ইউনিয়নকে উন্নয়নের মাধ্যমে একটি মডেল ইউনিয়নে রূপান্তরের লক্ষ্যে কাজ করে যাবো। তাদের পরিবার কৈয়ারবিলের শিক্ষা ব্যবস্থায় উন্নয়ন নিশ্চিত করতে ইসলামনগর শহীদ হোসাইন চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। যার সুফলও পাচ্ছেন শিক্ষার্থীদের অভিভাবকসহ এলাকাবাসী। তার পরিবার এ প্রতিষ্ঠানকে কলেজে রূপান্তরিত করে অবহেলিত ও শিক্ষা বঞ্চিত কৈয়ারবিলকে উন্নতির শিখরে পৌঁছে দেবেন। কৈয়ারবিলে আরো স্কুল ও মাদরাসা প্রতিষ্ঠার ঘোষণা দেন তিনি। খাবার বিতরণকালে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন সামাজিক প্রতিনিধিরা সাথে ছিলেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: