নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ার পূর্ববড়ভেওলায় সন্ত্রাসীদের গুলীতে নিহত ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা নাসির উদ্দিন সিকদার নোবেলের নামাযে জানাযা সম্পন্ন হয়েছে।
বুধবার (১৮আগস্ট) বিকাল সোয়া ৫টায় পূর্ববড়ভেওলা সিকদারপাড়া জয়নাল আবেদীন মহিউচ্ছুন্নাহ মাদরাসা মাঠে নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও এলাকা গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের হাজারো মানুষের ঢল নামে।
বিশাল এ জানাযায় চকরিয়া-পেকুয়া আসনের এমপি জাফর আলম, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, সাবেক চেয়ারম্যান রেজাউল করিম, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
পরে স্থানীয় কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় চট্টগ্রাম ওমর গণি এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক সমাজকল্যাণ সম্পাদক আওয়ামীলীগ নেতা নাছির উদ্দিন সিকদার নোবেলের মৃত দেহ।
0 comments: