নিজস্ব প্রতিবেদক :
গত চারদিনের ভারী বর্ষণে চকরিয়ার কাকারা ইউনিয়নে বিস্তির্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়ে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত জনসাধারণের মাঝে ১০কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
রোববার (১আগস্ট) ইউপি কার্যালয়ে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. শওকত ওসমান।
তিনি আনুষ্ঠানিকভাবে বন্যা দুর্গত মানুষের হাতে এসব চাল তুলে দেন। এসময় বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চকরিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা দুর্গত মানুষের জন্য প্রতি ইউনিয়নে ৪টন করে গোটা উপজেলার ১৮টি ইউনিয়নে ৭২টন চাল বরাদ্দ দেওয়া হয়।
0 comments: