শাহরিয়ার মাহমুদ (চকরিয়া টাইমস) :
চকরিয়া উপজেলা পরিষদ চত্ত্বরে করোনা সংক্রমণ রোধে বাস্তবায়িত চলমান লকডাউনের ১৩তম দিবসে গৃহবন্দী বিভিন্ন শ্রেণি পেশার পাঁচ শতাধিক নারী-পুরুষের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক উপহার খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৩জুলাই) দুপুর ১২টায় চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরীজের সার্বিক তত্ত্বাবধানে উদ্বোধক হিসেবে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ।
এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলম। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান ও চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী।
এসময় সিনিয়র সহকারি সচিব নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. দিদারুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন, সহকারি পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মো. তফিক আলম, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান জেসি চৌধুরী, চকরিয়া থানার ওসি শাকের মো. যুবায়ের, চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দিন প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
0 comments: