নিজস্ব প্রতিবেদক:
পর্যটন রাজধানী কক্সবাজারে ৮টি উপজেলার পর জেলার নবম উপজেলা হিসাবে ‘ঈদগাঁও’ কে অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (২৬জুলাই) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)’র ১১৭ তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।
বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রীপরিষদের সভাকক্ষে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নিকার’র ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভার কার্যতালিকায় দেশের বিভিন্ন এলাকার ৮টি গুরুত্বপূর্ণ এজেন্ডার মধ্যে ঈদগাঁও’কে উপজেলায় রূপান্তরের বিষয়টি স্থানীয় সরকার বিভাগের প্রস্তাবনায় এক নম্বরে রাখা হয়েছিল।
সোমবার অনুমোদন পাওয়া ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়নগুলো হচ্ছে- যথাক্রমে ঈদগাঁও, ইসলামপুর, ইসলামাবাদ, জালালাবাদ ও পোকখালী। প্রায় এক লক্ষ ২৫ হাজার জনসাধারণ নিয়ে ঈদগাঁও কক্সবাজার জেলার নবম প্রশাসনিক নতুন উপজেলা হিসাবে অনুমোদন লাভ করে।
উল্লেখ্য, নতুন উপজেলা ঈদগাঁও ছাড়া পুরোনো ৮উপজেলাগুলো হচ্ছে- চকরিয়া, পেকুয়া, মহেশখালী, কুতুবদিয়া, কক্সবাজার সদর, রামু, উখিয়া ও টেকনাফ।
0 comments: