ঢেমুশিয়া জিন্নাত আলী চৌধুরী বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহাদাত হোসেন চৌধুরীর ইন্তিকাল

শুক্রবার সকাল ১১টায় জানাযা : বিভিন্ন মহলের শোক 

শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস) : 

চকরিয়ার ঢেমুশিয়া জিন্নাত আলী চৌধুরী বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহাদাত হোসেন চৌধুরী প্রকাশ নবাব মিয়া (৭২) ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে দূরারোগ্য ব্যধিতে ভুগছিলেন।  বৃহস্পতিবার (১৫জুলাই) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  

মাস্টার শাহাদাত হোসেন চৌধুরী পেকুয়ার বিশিষ্ট জমিদার শিক্ষানুরাগী এমদাদুল হক চৌধুরীর মেজো ছেলে এবং বরইতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সংস্কারক মোস্তাক আহম্মদ চৌধুরীর ছোটভাই। 

মরহুমের ভাতিজা বরইতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য এটিএম জিয়াউদ্দীন চৌধুরী জিয়া জানান, শুক্রবার (১৬জুলাই) সকাল ১১টায় আমার শ্রদ্ধেয় চাচা মাস্টার শাহাদাত হোসেন চৌধুরীর নামাযে জানাযা চকরিয়া বরইতলী ইউনিয়নের পহরচাঁদা শহীদ মনসুর উদ্দিন চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এবং এমদাদিয়া জামে মসজিদ সংলগ্ন আমাদের পারিবারিক কবরস্থানে মরহুম চাচার দাফন কার্যক্রম সম্পন্ন করা হবে। 

এদিকে বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার শাহাদাত হোসেন চৌধুরীর ইন্তিকালে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজারের সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আজাদ। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন। 

অন্যদিকে শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরী লিঃ চকরিয়া শাখার ব্যবস্থাপক কোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ডাঃ মো. নুরুল কবির মাস্টার শাহাদাত হোসেন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।  



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: