অনলাইন ডেস্ক :
অবশেষে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর বাসভবন ছেড়েছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রাষ্ট্রীয় ক্ষমতা হারানোর প্রায় এক মাস পর প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের কাছে বাসভবন হস্তান্তর করেন তিনি।
রোববার ভোরে অনেকটা নিভৃতেই বাসভবন ছেড়ে যান নেতানিয়াহু। দীর্ঘ ১২ বছর ধরে আলোচিত সেই বাসভবনে বসবাস ছিল তাঁর।
ইসরায়েলের গণমাধ্যমগুলো বলছে, নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের দেওয়া ডেটলাইনের ৫ ঘণ্টা আগেই বাসভবন ছেড়ে দেন নেতানিয়াহু। প্রধানমন্ত্রীর বাসভবন ছাড়ার পর পরিবারসহ উত্তর ইসরায়েলের কায়সারিয়া এলাকায় নিজের বাসায় ওঠেন নেতানিয়াহু।
নেতানিয়াহু ২০০৯ থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। পুরো সময়জুড়েই এ বাসভবনেই ছিলেন তিনি। এর আগে প্রথম দফায় ১৯৯৯ সালে নির্বাচনে হারার পর সরকারি বাসভবন ছাড়তে তাঁর ছয় সপ্তাহ বেশি সময় লেগেছিল।
গত ১৪ জুনের নির্বাচনে নাফতালি বেনেটের কাছে হেরে ক্ষমতা থেকে ছিটকে যান নেতানিয়াহু। ফলে শেষ হয় তাঁর দীর্ঘ ১২ বছরের শাসনকাল। জোট গঠনের শর্ত হিসেবে বেনেট ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
0 comments: