শাহজালাল শাহেদ (চকরিয়া টাইমস) :
চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডে বেঁডিবাধ ভাঙ্গার গুজব মাথায় নিয়ে বৃহস্পতিবার (২৯জুলাই) রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় বাসিন্দাদের পাশে দাঁড়াতে তাৎক্ষণিক সংশ্লিষ্ট এলাকা সরেজমিন করেছেন মেয়র আলমগীর চৌধুরী। তিনি এসময় স্থানীয় কাউন্সিলরকে সাথে নিয়ে প্রাথমিক সংস্কার কাজ সম্পন্ন করেন।
মেয়র আলমগীর চৌধুরী বেড়িবাঁধে দাঁড়িয়ে এলাকা ও পৌরবাসীর উদ্দেশ্যে আশ্বস্থ করে বলেন, চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডে বেঁডিবাধ ভাঙ্গে নাই। আপনারা কেউ গুজব ছড়াবেন না।
তিনি বলেন, আমি স্থানীয় কাউন্সিলর নজরুল থেকে খবর শুনে চকরিয়া পৌরসভার রাস্তার কাজে নিয়োজিত কর্মচারীদের তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বলি এবং আমি সাথে সাথে উক্ত স্থানে চলে আসি। সবাইকে দ্রুত কাজ করার জন্য উৎসাহ দেই। আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় বড় ধরনের কোন বিপদ হবে না; ইনশাআল্লাহ।
0 comments: