মাহাবুবুর রহমান
করোনা সংক্রামন রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে আন্তরিকতা সাথে কাজ করছে কক্সবাজার জেলা প্রশাসক ও আইনশৃংখলা বাহিনী। রোদ বৃষ্টি ঝড় যে কোন পরিস্থিতিতে রাস্তায় এবং গ্রামে গঞ্জে ছুটে বেড়াচ্ছেন প্রশাসনসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।
রোববার সকাল থেকে কক্সবাজার ভারী থেকে মাঝারি বৃষ্টি হলেও লকডাউন বাস্তবায়নে কঠোর ভাবে পদক্ষেপ নিতে দেখা গেছে। এ সময় বৃষ্টির মধ্যেও অনেক মানুষজন রাস্তা বের হলে তাদের ঘরে ফেরাতে কাজ করছে প্রশাসন। এছাড়া জেলা মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া, পেকুয়াসহ সর্বত্র বৃষ্টি উপেক্ষা করে আইনশৃংখলা বাহিনীকে কাজ করতে দেখা গেছে।
এই পরিস্থিতিতে সচেতন মহল প্রশাসনের এই উদ্যোগকে বেশ সাধুবাদ জানিয়ে প্রশাসনের আন্তরিকতার জন্য ধন্যবাদ জানান। একই সাথে সাধারণ মানুষকে আরো বেশি সচেতন হওয়ার অনুরোধ জানান।
0 comments: