নিজস্ব প্রতিবেদক:
চকরিয়া পৌর এলাকায় পুকুরে ডুবে সুমাইয়া জান্নাত নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৭জুলাই) বিকাল ৫টার দিকে পরিবার তার মৃতদেহ উদ্ধার করে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পৌরসভার ৩নং ওয়ার্ড ফুলতলাস্থ দক্ষিণ লক্ষ্যারচর ফতবরোপাড়া এলাকায়।
পরিবার ও প্রত্যক্ষর্শী সূত্রে জানা গেছে, শিশু সুমাইয়া দাদারবাড়ি টেকনাফ থেকে চকরিয়ার ফুলতলা নানারবাড়িতে বেড়াতে আসে তার বাবা হাফেজ মোহাম্মদ জুবাইর ও মা নাসরিন সুলতানা লিজার সাথে। সুমাইয়ার বাবার কর্মস্থল রাজধানী ঢাকাতে হওয়ায় দীর্ঘদিন রয়ে যায় নানারবাড়িতে। প্রবাসী নানাভাই ছাড়া নানীকে নিয়ে অংসখ্য স্বজনদের সাথে হেসে খেলেই পার হয়ে যায় কয়েক মাস। কিন্তু বুধবার পুকুরে ডুবে সকলকে কাঁদিয়ে শোক সাগরে ভাসিয়ে পরপারে পাড়ি জমাবেন কে বা জানতো।
ধারণা নির্ভর সূত্র জানিয়েছে, পরিবারের অন্যান্য সদস্যদের অগোচরে বাড়ির আঙ্গিনায় শিশু সুমাইয়া খেলতে খেলতে নিকটস্থ পুকুর ঘাটে চলে আসে। শিশুসূলভ আচরণে পাকা সিঁড়ি বেয়ে পানিতে নেমে যায় সে। সেখানে ঠাঁইহীন অথৈ পানির গভীরে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়ে যায় আড়াই বছরের শিশু সুমাইয়া। এরপর থেকে মা-নানীসহ সকলেই হন্যে হয়ে খোঁজ নিতে থাকে নিখোঁজ সুমাইয়ার। দীর্ঘ খোঁজাখুঁজির পর আসরের আযানের সময় পুকুর ঘাট থেকে বিপরীত মাথায় (পশ্চিমদিক থেকে পূর্বদিকে) ভেসে উঠে তার লাশ। পরিবার জানায়, পুকুর থেকে ভেসে উঠা মৃতদেহটি উদ্ধার করে তারই নানী। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এদিকে একইদিন এশারের নামাযের পর নানারবাড়ি স্থানীয় সিকদারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে নামাযে জানাযা শেষে পাশ্ববর্তী কবরস্থানে দাফন কার্যক্রম সম্পন্ন হয়।
0 comments: