নিজস্ব প্রতিবেদক :
চকরিয়া থেকে সিএনজি গাড়ি যোগে চট্টগ্রামে বিশেষ কাজে যাওয়ার পথে বাঁশখালী মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হাফেজ তাওহীদুল ইসলাম (১৮) ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১৪জুলাই) এ দুর্ঘটনার শিকার হলে মুমূর্ষ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৬জুলাই) রাত পৌঁনে ১০টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হাফেজ তাওহীদুল ইসলাম চকরিয়া পৌরসভার পালাকাটা কালাচাঁদপাড়া নিবাসী আব্বাস আহমদের ৬নাম্বার ছেলে। তিনি পালাকাটা আল-ইত্তেহাদ ইসলামী সংগঠনের সদস্য।
আজ শনিবার (১৭জুলাই) সকাল ১০টায় পালাকাটা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে নামাযে জানাযা সম্পন্ন হয়েছে।
এদিকে পালাকাটা আল-ইত্তেহাদ ইসলামী সংগঠনের সদস্য হাফেজ তাওহীদুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংগঠনটির সভাপতি সাবেক ছাত্রনেতা মোহাম্মদ নুরুন্নবী। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
0 comments: