চকরিয়া সংবাদদাতা :
চকরিয়া পৌরসভা ৫নং ওয়ার্ড উত্তর কাহারিয়াঘোনা খোন্দকারপাড়া এলাকার বাসিন্দা জামায়াত নেতা (ওলামা বিভাগের সেক্রেটারি) মাওলানা মোস্তফা কামালের পিতা হাজী মোস্তাফিজুর রহমান (৯৪) বার্ধক্য জনিত কারণে ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দিবাগত রোববার রাত ২টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রোববার (১১জুলাই) দুপুর ২টায় খোন্দকারপাড়া পুরাতন জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাযে জানাযা অনুষ্ঠিত হয়।
নামাযে জানাযাপূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক মুহাম্মদ হেদায়ত উল্লাহ। এসময় চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর আরিফুল কবির, চকরিয়া দক্ষিণ জামায়াতের আমীর মাওলানা মোজাম্মেল হকসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
এদিকে বিশিষ্ট সমাজ সংস্কারক হাজী মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন। শোক বিবৃতিতে তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
0 comments: