নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের হোয়াইক্যংয়ে প্রবল বর্ষণে পাহাড় ধসে রকিম আলী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। তিনি হোয়াইক্যং ইউনিয়নের ১নং ওয়ার্ডের মনিরঘোনার বাসিন্দা আলী আহমদের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পাহাড় ধসের বিষয়টি টের পেয়ে পরিবারের অন্যান্য সদস্যরা দিক-বিদিক ছুটে প্রাণে বাঁচলেও রক্ষা হয়নি গৃহকর্তা রকিম আলীর। তিনি বেরিয়ে আসার সময় চাপা পড়ে যান মাটির নীচে। পরে পরিবার ও স্থানীয় লোকজন তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে স্থানীয় তুর্কি হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
0 comments: