বিকল্প কোন উপায় কিংবা মাধ্যম হয়ে না উঠায় নৌকা চলাচলের উপযোগি হয়ে পড়েছে সড়কগুলো। ছবিতে দৃশ্যমান সড়কটি চকরিয়া পৌরসভার ফুলতলা দি কিং ক্লাব ও বাটাখালী নূরীয়া দাখিল মাদরাসার মধ্যবর্তী এলাকা। গত কয়েকদিনে টানা বর্ষণে যদি মানুষকে এভাবে দুর্ভোগে পড়তে হয়; তাহলে সপ্তাহব্যাপি বৃষ্টি হলে গোটা পৌর এলাকা পানিতেই ভাসবে। এখনও আমরা অপরিকল্পিত উন্নয়নের নাগরিক সুবিধা ভোগ করছি। পরিকল্পিত উন্নয়নের নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের বিকল্প উন্নয়নের উদ্যোগ নিতে হবে।
সড়কটি চকরিয়া পৌরসভার ফুলতলা দি কিং ক্লাব ও বাটাখালী নূরীয়া দাখিল মাদরাসার মধ্যবর্তী এলাকা
থানা সেন্টারস্থ বদরখালী টু চিরিঙ্গা সড়ক
0 comments: